ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য রাস্তায় হাঁটাহাঁটি করা

প্রশ্ন: ডায়াবেটিসে আক্রান্ত মহিলারা রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবে কি?

উত্তর: প্রয়োজন ছাড়া মহিলাদের ঘর থেকে বের হওয়া জায়েজ নেই। বর্তমানে ডায়াবেটিসের রোগীদের জন্য হাঁটাহাঁটির বিকল্প হিসেবে ঘরে থেকেই ব্যায়াম করার যন্ত্রপাতি পাওয়া যায়। তাই ডায়াবেটিসে আক্রান্ত মহিলারা যথাসাধ্য চেষ্টা করে সেসব যন্ত্রপাতি সংগ্রহ করবে এবং ঘরেই ব্যায়ামের ব্যবস্থা করবে। একান্তই যদি ঘরে সেই ব্যবস্থা করতে না পারে, তাহলে ডায়াবেটিসে আক্রান্ত মহিলারা পূর্ণ শরয়ি পর্দা সহকারে রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবে।

সূত্র: সুরা আহযাব : ৩৩-৩৯; তাফসিরে মাজহারি : ৬/৪৯৫; আল-ফাতাওয়াশ শারইয়্যাহ : ১০/৩৯২; আল-মাদখাল লিইবনিল হাজ : ১/২৪০; আল-ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ : ৫/৩৯৩; ফাতাওয়া বাজ্জাজিয়া : ১২/২১২; কিফায়াতুল মুফতি : ৫/৪৩১; আপ কে মাসায়েল আওর উন কা হল : ৮/ ১০০; জাওয়াহিরুল ফিকহ : ৭/৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান