দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

প্রশ্ন: আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন বিতর নামাজে ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গিয়েছিলেন। মুকতাদিরা পিছন থেকে আল্লাহু আকবার বলে লুকমা দিলে তিনি রুকু থেকে ফিরে আসেন এবং দোয়া কুনুত পড়েন। অতঃপর আবার রুকু করেন এবং সাহু সিজদা করে নামাজ শেষ করেন। প্রশ্ন হল, তার এ নামাজ সহিহ হয়েছে কি না?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা করার দ্বারা নামাজ সহিহ হয়ে গেছে। তবে রুকু থেকে ফিরে আসা নিয়ম পরিপন্থী হয়েছে। দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে দোয়া কুনুতের জন্য রুকু ছেড়ে উঠে দাঁড়াবে না; বরং নামাজ শেষে সাহু সিজদা করে নিবে। আর যদি দোয়া কুনুত পড়ার জন্য রুকু থেকে উঠে দাঁড়ায়, তবে তা নিয়ম পরিপন্থী হলেও নামাজ হয়ে যাবে। অবশ্য এ অবস্থায়ও সাহু সিজদা দিতে হবে।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১১১; আলবাহরুর রায়েক : ২ : ৪২; হাশিয়া তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ১ : ২৮২; আদ্দুররুল মুখতার : ২ : ৯

মন্তব্যসমূহ

  1. দুয়া কুনুতে ভুলে তাকবির না দিলে নামাযে কি সাহু সিযদাহ দিতে হবে?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান