মোবাইল ব্যালেন্সে থাকা টাকার জাকাত

প্রশ্ন: মোবাইল ব্যালেন্সে থাকা টাকার জাকাত দিতে হবে কি?

উত্তর: মোবাইল ব্যালেন্সে থাকা টাকার জাকাত দিতে হবে না। কেননা, মোবাইল ব্যালেন্সে থাকা টাকা মূলত টাকা নয়; বরং ওই টাকার সমপরিমাণ আউটগোয়িং সেবামাত্র।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ১/১৭২; হিদায়া : ১/১৮৬; মোবাইল ও ইন্টারনেটের শরয়ি বিধান : ৩১

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান