ফোনে হ্যালো (Hello) বলা

প্রশ্ন: ফোনে সালাম না দিয়ে হ্যালো বলার বিধান কী?

উত্তর: ফোনে আসসালামু আলাইকুম বলার স্থলে হ্যালো বলে কথা শুরু করা সুন্নাহ পরিপন্থি। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলার পূর্বে সালাম দেওয়া শিখিয়েছেন তবে কারো মনোযোগ আকর্ষণের জন্য হ্যালো শব্দ বলা যেতে পারে। যেহেতু হ্যালো শব্দের উদ্দিষ্ট অর্থ হল শোনো। আর এটা আমাদের সাধারণ কথাবার্তার অন্তর্ভুক্ত।

সূত্র: সুনানে তিরমিজি : ২/৯৯; মোবাইল ও ইন্টারনেটের শরয়ি বিধান : ৭৫

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান