রেশনকার্ডের জন্য ছবি উঠানো

প্রশ্ন: রেশনকার্ডের জন্য কি ছবি উঠানো যাবে?

উত্তর: আইনগত জরুরতের কারণে রেশনকার্ডের জন্য ছবি উঠানোর অবকাশ আছে। যেমন পাসপোর্ট, পরিচয়পত্র ইত্যাদির ক্ষেত্রে অবকাশ আছে।

সূত্র: ইজাহুল মাসালিক : ১৩৫; শারহু কিতাবিস সিয়ারিল কাবির : ৩/২১৮; জাওয়াহিরুল ফিকহ : ৩/২৩২; কিতাবুন নাওয়াজেল : ১৬/৪৮৯

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান