আসরের পর পড়াশোনা করা

প্রশ্ন: অনেকে বলে থাকে, হাদিসে আছে, আসরের পর পড়াশোনা করা ঠিক না। আসলে কি তাই? অনুগ্রহপূর্বক জানাবেন ।

উত্তর: তাদের কথা ঠিক নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসরের পর পড়াশোনা করতে নিষেধ করা হয়নি। আসরের পর যেহেতু আলোর স্বল্পতা থাকে, তাই পূর্বেকার ডাক্তার ও বুযুর্গগণ আছরের পর লেখা পড়া করতে অনুৎসাহিত করতেন, যেন স্বল্প আলোর কারণে চোখের ক্ষতি না হয়। এখন যেহেতু বৈদ্যুতিক বাতির কল্যাণে চোখের ক্ষতি হবার আর আশংকা নেই, তাই নিষেধাজ্ঞার হেতুও আর অবশিষ্ট নেই।

প্রামাণ্য গ্রন্থাবলী:
১. আন-নুখবাতুল বাহিয়্যা : ১১৫
২. আল-লু’লু’ল মারসূ’ : ১৭৩
৩. আল-যিদ্দুল হাসীস : ২১৯

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান