মৃত ব্যক্তির জন্য দিন তারিখ নির্দিষ্ট করে কোনো অনুষ্ঠান করা

প্রশ্ন: আমাদের সমাজে কেউ মারা গেলে তার ৩/৪ দিন পর দোয়ার আয়োজন করা হয় এবং দোয়ায় অংশ গ্রহণকারীদেরকে দোয়া শেষে কিছু খাবার দেয়া হয়। আমার জানার বিষয় হলো—
(ক) উক্ত দোয়ার অনুষ্ঠানের হুকুম কী?
(খ) উক্ত অনুষ্ঠানে খাবার বিতরণের হুকুম কী?
(গ) উক্ত খাবার খাওয়ার হুকুম কী?

উত্তর:  (ক ও খ) আমাদের সমাজে প্রচলিত কারো মৃত্যুর পরে মৃত্যুর দিন, তিনদিনা, সাতদিনা, দশদিনা, চল্লিশা ইত্যাদি অনুষ্টান করা ও তাতে খাবার বিতরণ করা মাকরূহে তাহরিমি ও বিদআতি কাজ। তাই এসব থেকে বেঁচে থাকা অবশ্য কর্তব্য।
(খ) এগুলো যেহেতু নাজায়েজ কাজ, তাই এগুলোতে শরিক হয়ে খাওয়াও ঠিক না।
তবে যদি কেউ সমাজে প্রচলিত রুসূম-রেওয়াজ থেকে পুরোপুরি বেঁচে কোনো দিন তারিখ নির্দিষ্ট না করে, আল্লাহর ওয়াস্তে মৃত ব্যক্তির ইসালে সাওয়াবের আশায় গরিব-দুঃখিদের খানা খাওয়ায়, তাহলে কোনো সমস্যা নেই। আর এই খাবার শুধুমাত্র গরিবদের জন্যই হতে হবে; এ থেকে ধনীদের খাওয়াতে পারবে না। কেননা, গরিবদের খাওয়ানোর মাধ্যমেই কেবল পূর্ণ সাওয়াবের আশা করা যায়।

সূত্র: রদ্দুল মুহতার : ২ : ২৪০; ফাতাওয়া বাযযাযিয়া : ১ : ১৮১; মারাকিল ফালাহ : ১২০; ইমদাদুল আহকাম : ১ : ১৯০; ফাতাওয়া রহিমিয়া : ২ : ৯১-৯৪; রাহে সুন্নত : ২৬৩-২৬৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান