রাতে কুরবানি করা
প্রশ্ন: রাতে কি কুরবানি করা জায়েজ আছে?
উত্তর: হ্যাঁ, ১০ ও ১১ তারিখ দিবাগত রাতেও কুরবানি করা জায়েজ। তবে দিনে কুরবানি করাই ভালো।
সূত্র: মুসনাদে আহমাদ : ১৪৯২৭; মাজমাউয যাওয়াইদ : ৪ : ২২; আদ্দুররুল মুখতার : ৬ : ৩২০; ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৫; বাদায়েউস সানায়ে : ৪ : ২২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন