ইহরাম অবস্থায় মহিলাদের পর্দা

প্রশ্ন: ইহরাম অবস্থায় মহিলারা পর্দা করবে কীভাবে? তাদের জন্য কী কী নিষেধ?

উত্তর: মহিলাদের জন্য শুধু চেহারায় কাপড় স্পর্শ করা নিষেধ। তাই তারা পরপুরুষের সামনে এভাবে পর্দা করবে, যেন চেহারায় কাপড় লেগে না থাকে। এজন্য মাথায় ক্যাপের মত কিছু পরে উপরে নেকাব ফেলে দেবে। তাতে করে নেকাবের কাপড় চেহারায় লাগবে না।

সূত্র: আদ্দুররুল মুখতার : ২ : ৪৮৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান