ইহরাম অবস্থায় মহিলাদের পর্দা
প্রশ্ন: ইহরাম অবস্থায় মহিলারা পর্দা করবে কীভাবে? তাদের জন্য কী কী নিষেধ?
উত্তর: মহিলাদের জন্য শুধু চেহারায় কাপড় স্পর্শ করা নিষেধ। তাই তারা পরপুরুষের সামনে এভাবে পর্দা করবে, যেন চেহারায় কাপড় লেগে না থাকে। এজন্য মাথায় ক্যাপের মত কিছু পরে উপরে নেকাব ফেলে দেবে। তাতে করে নেকাবের কাপড় চেহারায় লাগবে না।
সূত্র: আদ্দুররুল মুখতার : ২ : ৪৮৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন