কোনো শরিকের উপার্জন হারাম হলে এবং একা পশু কিনে অন্যকে শরিক করার বিধান

প্রশ্ন: (ক) শরিকদের কারো উপার্জন হারাম হলে বাকিদের কুরবানি হবে কি?
(খ) একা একটি কুরবানির পশু কিনে সেটাতে অন্যকে শরিক করা যাবে কি?

উত্তর: (ক) না, শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানিই সহিহ হবে না।
(খ) যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকেও তাতে শরিক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কুরবানি করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম।
আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয়, যার ওপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরিক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায়, তাহলে পশু ক্রয়ের সময়ই নিয়ত করে নিবে।

সূত্র: ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৫০; বাদায়েউস সানায়ে : ৪ : ২১০

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান