মুসাফিরের ওপর কুরবানির আবশ্যকীয়তা
প্রশ্ন: মুসাফিরের ওপর কি কুরবানি করা আবশ্যক?
উত্তর: না, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে (অর্থাৎ ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে), তার ওপর কুরবানি ওয়াজিব নয়।
সূত্র: ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৪; বাদায়েউস সানায়ে : ৪ : ১৯৫; আদ্দুররুল মুখতার : ৬ : ৩১৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন