বিড়ালের মতো পা-বিশিষ্ট খরগোশ খাওয়ার বিধান
প্রশ্ন: বিড়ালের মতো পা-বিশিষ্ট খরগোশ খাওয়া কি হালাল?
উত্তর: হ্যাঁ, খরগোশ— বিড়ালের মতো পা-বিশিষ্টই হোক কিংবা ছাগলের মতো পা-বিশিষ্ট— উভয়টাই খাওয়া হালাল। এতে কোনো সমস্যা নেই।
সূত্র: সুনানে নাসায়ি : ২৪২৭; আলহিদায়া : ৪ : ৪৪১; বাদায়েউস সানায়ে : ৪ : ১৫৩; ইমদাদুল আহকাম : ৪ : ৩১০; আপ কে মাসায়েল আওর উন কা হল : ৫ : ৪৯৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন