কুরবানির পশু বাচ্চা দিলে...

প্রশ্ন: কুরবানির পশু যদি বাচ্চা দেয়, তাহলে সেই বাচ্চা কী করবে?

উত্তর: কুরবানির পশু বাচ্চা দিলে সেই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। যদি সদকা না করে, তবে কুরবানির পশুর সঙ্গে বাচ্চাও জবাই করবে এবং গোশত সদকা করে দেবে।

সূত্র: ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৯; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ৩০১; রদ্দুল মুহতার : ৬ : ৩২৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান