ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহারের হুকুম
প্রশ্ন: ইহরাম অবস্থায় সুগন্ধি (যেমন- আতর, সেন্ট, সাবান, ক্রিম ইত্যাদি) ব্যবহার করা যাবে কি?
উত্তর: ইহরামের কাপড়ে বা শরীরে আতর বা সুগন্ধি লাগানো নিষেধ। সুগন্ধিযুক্ত তেল, যয়তুন (ওলিভ ওয়েল) ও তিলের তেলও লাগানো যাবে না। সুগন্ধি সাবান, পাউডার, স্নো, ক্রীম ইত্যাদি ব্যবহার করা যাবে না। এমনকি পৃথকভাবে সুগন্ধি জর্দা খাওয়াও নিষেধ। পানের সাথে খাওয়াও মাকরুহ। ইচ্ছাকৃতভাবে ফল-ফুলের ঘ্রাণ নেওয়াও মাকরুহ।
সূত্র: মানাসিক : ১২১; আহকামে হজ্ব : ৩৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন