ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে লিপ্ত হলে...

প্রশ্ন: ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে লিপ্ত হলে কী হয়? কোনো কিছু আবশ্যক হয় কি?

উত্তর: ইহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ, তাতে লিপ্ত হওয়া গুনাহ। এর কারণে হজ ত্রুটিযুক্ত হয়ে যায়। কিছু নিষেধাজ্ঞা এমন রয়েছে, যেগুলো করলে ‘দম’ ওয়াজিব হয়। আর আরাফায় অবস্থানের আগে স্ত্রীর সঙ্গে মিলিত হলে হজই নষ্ট হয়ে যায়। এর ফলে গরু বা উট জবাই করা জরুরি হয়ে যায় এবং পরবর্তী বছর ঐ হজের কাজা করা আবশ্যক হয়ে যায়।

সূত্র: আদ্দুররুল মুখতার : ২ : ৫৫৮; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ২৪৪; মানাসিক : ১১৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান