নাবালকের পক্ষ থেকে অভভিাবকের কুরবানি
প্রশ্ন: অভিভাবকের জন্য কি নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া আবশ্যক?
উত্তর: না, নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের উপর ওয়াজিব বা আবশ্যক নয়; বরং তা মুস্তাহাব।
সূত্র: রদ্দুল মুহতার : ৬ : ৩১৫; ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন