নাবালকের কুরবানি

প্রশ্ন: নাবালকের ওপর কি কুরবানি ওয়াজিব?

উত্তর: নাবালক শিশু-কিশোর, তদ্রূপ যে সুস্থ মস্তিষ্কসম্পন্ন নয়— নেসাবের মালিক হলেও তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্য তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কুরবানি করলে তা সহিহ হবে।

সূত্র: বাদায়েউস সানায়ে : ৪ : ১৯৬, রদ্দুল মুহতার : ৬ : ৩১৬

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান