ইন্টারনেটে বিভিন্ন সাইট ব্রাউজ করার বিধান

প্রশ্ন: ইন্টারনেটে বিভিন্ন সাইট যেমন: নিউজ সাইট, খেলা ও বিনোদন সাইট, লাইব্রেরি সাইট, সফটওয়্যার সাইট, ছবি ও ভিডিও সাইট, ফ্রি ডাউনলোড সাইট, পর্ণোগ্রাফী সাইট ইত্যাদি... এ সমস্ত সাইটে প্রবেশ, ভিজিট ও ডাউনলোডের ব্যাপারে শরয়ি হুকুম কী?

উত্তর: যে সকল সাইট সম্পর্কে নিশ্চিতভাবে জানা থাকে যে, সেখানে ভিজিট করলে গোনাহ হবে, সে সকল সাইটে প্রবেশ ও ভিজিট করা জায়েজ নেই। গোনাহের আশংকা থাকলেও প্রবেশ করা ও ভিজিট করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো সাইটে নাজায়েজ কিছু থাকে, আর সেগুলোকে ব্লক করে বা অন্য কোন পন্থায় তা থেকে বিরত থেকে ভিজিট করা যায়, তাহলে খুব প্রয়োজন হলেই সেই পন্থাগুলো অবলম্বন করে অনেক সতর্কতার সাথে সে সাইট গুলো ভিজিট করবে- যেন কোনো গোনাহে লিপ্ত না হতে হয়।
আর যে সকল সাইটে ভিজিট করলে গোনাহ হবার কোনো আশংকা না থাকে, সেগুলোতে ভিজিট করা বৈধ আছে। আর যদি কোনো সাইট সম্পর্কে আগে থেকে জানা না থাকে; বরং সে সাইটে প্রবেশের পর নাজায়েজ বা অনাকাঙ্খিত কিছু নজরে চলে আসে, তাহলে সাথে সাথে সে সাইট থেকে ফিরে আসবে। কোনো সাইট থেকে ভালো ও বৈধ কোন জিনিস যেমন: তেলাওয়াত, ওয়াজ, ইসলামি বই ইত্যাদি ডাউনলোড করলে কোনো সমস্যা নেই। তবে নাজায়েজ ও অশ্লিল জিনিস ডাউনলোড করা জায়েজ নেই।

সূত্র: সুরা নাহল : ৯০; সুনানে তিরমিজি : ২৭৭৭; সুনানে আবি দাউদ : ২১৫১; ফাতাওয়া হিন্দিয়া :  ৫ : ৩৯৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান