মরণোত্তর দেহ বা চক্ষু দান করার বিধান

প্রশ্ন: মরণোত্তর দেহ বা চক্ষু দান করা জায়েজ আছে কি?

উত্তর: না, মরণোত্তর দেহ বা চক্ষু দান করা জায়েজ নেই। কারণ, কোনো মানুষ তার দেহের মালিক নয়; মৃত্যুর আগেও না, পরেও না।

সূত্র: সুরা বনি ইসরাইল : ৭০; মুআত্তা মালিক : ৪৫; সুনানে আবি দাউদ : ৩২০৭; সুনানে ইবনে মাজাহ : ১৬১৭; ফাতহুল বারি : ১১ : ৫৩৯; শরহে মুসলিম লিন্নববি : ১৪ : ১০৩; বিদায়াতুল মুজতাহিদ : ৪ : ১১২; বাদায়েউস সনায়ে : ৬ : ১১৯; আলবাহরুর রায়েক : ৮ : ৪০৩; রদ্দুল মুহতার : ৭ : ২৪৫; নির্বাচিত ফাতাওয়া মাদানিয়া : ২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান