শেয়ার ব্যবসার ওপর জাকাত ফরজ

প্রশ্ন: আমার জানার মূল বিষয় হলো— শেয়ার ব্যবসার উপর জাকাত আসবে কি না; শেয়ার ব্যবসায় আমার অনেক টাকা আটকে আছে, এখন ঐ টাকার জাকাত দিতে হবে কি না?

উত্তর: বর্তমানে শেয়ার মার্কেটে যেসব শেয়ার বাংলাদেশে লেনদেন করা হয়, এর মূল উদ্দেশ্য সাধারণত ক্যাপিটাল গেইন তথা মূল্য বাড়লে বিক্রি করে মুনাফা লাভ করার মানসেই হয়ে থাকে।
আর এমন শেয়ারের বিধান হল, শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য হিসেব করে জাকাত আদায় করতে হবে।

সূত্র: ফিকহি মাকালাত : ১ : ১৫৫; জাদিদ ফিকহি মাসায়েল : ১ : ২১২; ফাতাওয়া মাহমুদিয়া : ১৪ : ১৩৬;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান