স্বামীর মৃত্যুর পর স্ত্রীর নাকফুল খুলে ফেলা

প্রশ্ন: স্বামীর মৃত্যুর পর স্ত্রীর নাকফুল খুলে ফেলা জরুরি কি না?

উত্তর: হ্যাঁ, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর স্বীয় ইদ্দত পালনকালীন (অন্তঃসত্তা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অন্যথায় ৪ মাস ১০ দিন) নাক ফুল খুলে ফেলা জরুরি।

সূত্র: সুনানে আবি দাউদ : ১ : ৩১৫; সহিহ বুখারি : ২ : ৮০৩; রদ্দুল মুহতার : ৫ : ২১৭; ফাতাওয়ায়ে কাজিখান : ১ : ৩৫১; ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২০ : ৫৯

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান