ক্রিকেট ম্যাচ জিতে বা সেঞ্চুরি করে সিজদা দেওয়ার বিধান
প্রশ্ন: ক্রিকেট ম্যাচ জিতে বা সেঞ্চুরি করে সিজদা দেওয়া যাবে কি?
উত্তর: না, ক্রিকেট ম্যাচ জিতে বা সেঞ্চুরি করে সিজদা দেওয়া যাবে না ৷ কেননা, সিজদায়ে শোকর কোনো নেয়ামত অর্জন বা বিপদাপদ থেকে মুক্তি লাভের পর আদায় করা হয় ৷ আর ক্রিকেট ম্যাচ জেতা প্রকৃতপক্ষে কোনো নেয়ামত নয় ৷
সূত্র: রদ্দুল মুহতার : ২ : ৭২; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১৩৫; ফাতাওয়া তাতারখানিয়া : ২ : ৪৮৫; আলফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ২ : ১২৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন