প্রস্রাব-পায়খানার বেগ পেলে ইমাম সাহেবের আগেই সালাম ফেরানো

প্রশ্ন: ইমামের পেছনে নামাজ আদায় করাবস্থায় এক মুক্তাদির প্রচণ্ড প্রস্রাবের/পায়খানার বেগ পেয়েছে। ফলে সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ইমাম সাহেবের আগেই সালাম ফিরিয়ে নামাজ থেকে বেরিয়ে গেছে। এতে কি তার নামাজ হয়েছে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। আর ওজরের কারণে এমনটা করায় মাকরুহও হবে না।

সূত্র: আদ-দুররুল মুখতার আলা হামিশি রদ্দির মুহতার : ২/২৪০, মাকতাবা যাকারিয়া; রদ্দুর মুহতার : ২/২৪০; হাশিয়াতুত তাহতাবি আলাদ দুররিল মুখতার : ১/২৩০, আল-মাকতাবাতুল আরাবিয়্যাহ; হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ২৭৬, কদিমি কুতুবখানা; হালাবি কাবির : ২৯১, মাকতাবা রশিদিয়া; ফাতাওয়া হিন্দিয়া : ১/৭৬, মাকতাবা যাকারিয়া; কিতাবুল আসার : ৬১, হাদিস নম্বর ১৯৮, মাকতাবাতুত তুল্লাব; নামাজ কে মাসায়েল কা এনসাইক্লোপিডিয়া : ১/১৪৬

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান