পোস্টগুলি

পানাহার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কাঁকড়া, ঝিনুক ও শামুক খাওয়ার বিধান

প্রশ্ন: কাঁকড়া, ঝিনুক (clam, mussels) ও শামুক (oyster) খাওয়া জায়েজ আছে কি না? উত্তর: মাছ ছাড়া অন্য কোনো জলজ প্রাণী খাওয়া জায়েজ নেই। কাঁকড়া, ঝিনুক ও শামুক যেহেতু মাছ নয়, তাই এগুলো খাওয়াও জায়েজ নেই। সূত্র: বাদায়েউস সানায়ে : ৫/৩৫; আল-হিদায়া : ৪/৩৫৩; আল-ইখতিয়ার লিতালিলিল মুখতার : ৫/১৫; মাজমাউল আনহুর : ২/৫১৪; আপকে মাসায়েল আওর উন কা হল : ৫/৫০৫।