পিতার কথা না শোনার হুকুম

প্রশ্ন: পিতার কথা না শোনা কি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত?

উত্তর: হ্যাঁ, বৈধ কাজে পিতার কথা না শোনা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।

সূত্র: সুরা আহকাফ : ১৫; মিশকাতুল মাসাবিহ : ৪২১, আশরাফি বুক ডিপো; জামিউত তিরমিজি : ২/১২, আল-মাকতাবাতুল মুত্তাহিদাহ; আল-মুসতাদরাকু লিল হাকিম : ৭২৬৩; সহিহুল বুখারি : ৬১৮২; কিতাবুন নাওয়াজিল : ১৫/১৩২, মারকাজুল ইলমি; ফাতাওয়া মাহমুদিয়া : ২৯/৯২, মাকতাবায়ে মাহমুদিয়া; আপ কে মাসায়েল আওর উন কা হল : ৮/৫৪৪, মাকতাবায়ে লুধয়ানবি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান