দাঁতহীন পশুর দ্বারা কুরবানি


প্রশ্ন: দাঁতহীন পশু দ্বারা কুরবানি করা যাবে কি?

উত্তর: যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়।

সূত্র: বাদায়ে সানায়ে; ৪/২১৫, ফাতাওয়া আলমগিরি : ৫/২৯৮

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান