নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে

প্রশ্ন: কুরবানির পশু হারিয়ে যাওয়ার পর যদি আরেকটা কেনা হয় এবং হারানোটাও পাওয়া যায়, তাহলে কি উভয়টাই কুরবানি করতে হবে?

উত্তর: কুরবানির পশু হারিয়ে যাওয়ার পর যদি
আরেকটা কেনা হয় এবং পরে হারানোটাও পাওয়া যায়, তাহলে কুরবানিদাতা গরিব হলে (যার ওপর কুরবানি ওয়াজিব নয়) দুটো পশুই কুরবানি করতে হবে। কারণ, তার ওপর কুরবানি ওয়াজিব ছিল না; কিন্তু কুরবানির নিয়তে উভয় পশু কেনার কারণে উভয়টাই ওয়াজিব হয়ে গেছে। তবে সে ধনী হলে (যার ওপর কুরবানি ওয়াজিব) যে কোনো একটা পশু কুরবানি করলেই হবে। তবে উভয়টা কুরবানি করাই উত্তম।

সূত্র: সুনানে বায়হাকি : ৫/২৪৪; ইলাউস সুনান : ১৭/২৮০; বাদায়ে সানায়ে : ৪/১৯৯; ফাতাওয়া কাজিখান : ৩/৩৪৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান