বাইআত হওয়ার বিধান

প্রশ্ন: বাইআত হওয়া কি আবশ্যক?

উত্তর: সাধারণত বাইআত হওয়া সুন্নাত। ফরজ-ওয়াজিব কিছু না। তবে তাযকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। তাই কারো যদি বাইআত হওয়া ছাড়া আত্মশুদ্ধি অর্জন না হয়, তাহলে তার জন্য বাইআত হওয়া আবশ্যক।

সূত্র: সুরা মুমতাহিনা : ১২; সহিহ বুখারি : ১/৭; মিশকাতুল মাসাবিহ : ১৩; শিফাউল আলিল : ১৮; আহকামুল কুরআন (ইদরিস কান্ধলবি) : ৫/৫৫; ইলাউস সুনান : ১৭-১৮/৮৮২৮; কিফায়াতুল মুফতি : ২/৭২; আহসানুল ফাতাওয়া : ১/৫৪৫; ফাতাওয়া মাহমুদিয়া : ৬/২৬৮; আল-কাউলুল জামিল : ১২

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান