সিম রেজিস্ট্রেশন করে গ্রাহকদের থেকে ফি নেওয়া

প্রশ্ন: অনেক দোকানে বা কাস্টমার সার্ভিসে সিম রেজিস্ট্রেশন করলে একটা ফি দিতে হয়। সেই ফি বা পারিশ্রমিক গ্রহণ করা তাদের জন্য জায়েজ হবে কি?

উত্তর: যারা বর্তমানে সিম রেজিস্ট্রেশনের কাজ করেন, তারা সংশ্লিষ্ট কোম্পানি থেকে কমিশন পেয়ে থাকেন। তাই আবার গ্রাহকদের থেকে কোনো ফি বা পারিশ্রমিক গ্রহণ করা তাদের জন্য জায়েজ হবে না।

সূত্র: সুনানে তিরমিজি : ১ : ২৪৮; মিশকাত : ১ : ২৪২; তাফসিরে নাসাফি : ১ : ৩৫১; ফাতাওয়া মাহমুদিয়া : ২৮ : ৪০৯; মালে হারাম : ১০১; আপ কে মাসায়েল আওর উন কা হল : ৭ : ৩৯৫

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান