ইহরাম অবস্থায় চাদর দিয়ে শরীর ঢাকা ও বালিশে শোয়ার বিধান
প্রশ্ন: ইহরাম অবস্থায় চাদর দিয়ে শরীর ঢাকা যাবে কি? এবং বালিশে শোয়া যাবে কি?
উত্তর: ইহরাম অবস্থায় মাথা ও মুখ ব্যতীত পূর্ণ শরীর চাদর ইত্যাদি দিয়ে ঢাকা যাবে। কান, ঘাড়, পা ঢাকা যাবে।
মাথা ও গাল বালিশে রেখে শোয়া যাবে। তবে বালিশের ওপর উপুড় হয়ে বা মুখ ঢেকে শোয়া যাবে না।
সূত্র: মানাসিক : ১২৩; গুনইয়াতুন নাসিক : ৯৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন