ইহরাম অবস্থায় পুরুষের জুতোর ধরণ
প্রশ্ন: ইহরাম অবস্থায় পুরুষের জুতো কেমন হওয়া উচিত?
উত্তর: পুরুষের পায়ের উপরের অংশের উঁচু হাড় ঢেকে যায়— এমন জুতো পরা নিষেধ। এমন স্যান্ডেল পরবে, যাতে ওই উঁচু অংশ খোলা থাকে।
সূত্র: রদ্দুল মুহতার : ২ : ৪৯০
প্রশ্ন: ইহরাম অবস্থায় পুরুষের জুতো কেমন হওয়া উচিত?
উত্তর: পুরুষের পায়ের উপরের অংশের উঁচু হাড় ঢেকে যায়— এমন জুতো পরা নিষেধ। এমন স্যান্ডেল পরবে, যাতে ওই উঁচু অংশ খোলা থাকে।
সূত্র: রদ্দুল মুহতার : ২ : ৪৯০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন