কুরবানি দাতার নিয়তে সমস্যা থাকলে...
প্রশ্ন: কুরবানি দাতার নিয়তে সমস্যা থাকলে কি কুরবানি হবে?
উত্তর: যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কুরবানিই হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে।
সূত্র: বাদায়েউস সানায়ে : ৪ : ২০৮; কাজিখান : ৩ : ৩৪৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন