যেসব পশু দ্বারা কুরবানি জায়েজ
প্রশ্ন: কোন কোন পশু দ্বারা কুরবানি জায়েজ?
উত্তর: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও
দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু— যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়।
সূত্র: ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৮; বাদায়েউস সানায়ে : ৪ : ২০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন