কুরবানি করার সময়
প্রশ্ন: কুরবানির সময় কতটুকু? কয়দিন কুরবানি করা যায়?
উত্তর: মোট তিনদিন কুরবানি করা যায়। জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত।
তবে সম্ভব হলে জিলহজের ১০ তারিখেই কুরবানি করা উত্তম।
সূত্র: মুয়াত্তা মালেক : ১৮৮; বাদায়েউস সানায়ে : ৪ : ১৯৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫ : ২৯৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন