কুরবানির নেসাবের মেয়াদ
প্রশ্ন: কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি জাকাতের নেসাবের মতো পূর্ণ বছর নেসাব থাকা আবশ্যক?
উত্তর: না, কুরবানির নেসাব পুরো বছর থাকা জরুরি নয়; বরং কুরবানির তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হবে।
সূত্র: বাদায়েউস সানায়ে : ৪ : ১৯৬, রদ্দুল মুহতার : ৬ : ৩১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন