কুরবানির সময়ের মধ্যে পশু জবাই করতে না পারলে...

প্রশ্ন: কুরবানির দিনগুলোতে পশু জবাই করতে না পারলে কী করবে?

উত্তর: কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে, তাহলে কুরবানির জন্য কেনা পশুটাই সদকা করে দিতে হবে। তবে যদি সময় শেষ হওয়ার পরে জবাই করে ফেলে, তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায়, তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল, তা-ও সদকা করতে হবে।

সূত্র: বাদায়েউস সানায়ে : ৪ : ২০২, আদ্দুররুল মুখতার : ৬ : ৩২০

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান