কুরবানির পশুর বয়স
প্রশ্ন: কুরবানির পশুর বয়স কত? কত বছর বয়সের প্রাণী কুরবানি করা যাবে?
উম্তর: কুরবানির ক্ষেত্রে উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের চেয়ে কিছু কম বয়সেরও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে এক বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হওয়া আবশ্যক।
উল্লেখ্য, ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি আদায় হবে না।
সূত্র: ফাতাওয়া কাজিখান : ৩ : ৩৪৮; বাদায়েউস সানায়ে : ৪ :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন