ইহরাম অবস্থায় পুরুষের জন্য যেসব কাপড় নিষেধ

প্রশ্ন: ইহরাম অবস্থায় পুরুষের জন্য কোন ধরনের কাপড় পরা নিষেধ?

উত্তর: ইহরাম অবস্থায় পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের আকৃতি বা গঠন অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত কাপড় পরা নিষেধ। যেমন- পাঞ্জাবি, জুব্বা, শার্ট, সেলোয়ার, প্যান্ট, গেঞ্জি, কোর্ট, সোয়েটার, জাঙ্গিয়া ইত্যাদি।

সূত্র: আদ্দুররুল মুখতার : ২ : ৪৮৯

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান