ব্যাংকে চাকুরিজীবীর উপার্জনের হুকুম
প্রশ্ন: ব্যাংকে চাকুরিজীবীর উপার্জন বৈধ কি না?
উত্তর: ব্যাংকে চাকুরিজীবীর উপার্জন বৈধ হওয়া না হওয়ার বিষয়টি ব্যাংকের কার্যক্রম শরয়ি নীতিমালা অনুযায়ী পরিচালনা হওয়া না হওয়ার ভিত্তিতে হয়ে থাকে।
অতএব, ব্যাংকের এক বা একাধিক যে স্কিমে উক্ত ব্যক্তি চাকরি করে, তা যদি বৈধ তথা শরয়ি নীতিমালা অনুযায়ী হয়ে থাকে, তাহলে এর বিনিময় হিসেবে উপার্জিত টাকা (বেতন) তার জন্য বৈধ হবে।
আর যদি ব্যাংকে বৈধ অবৈধ লেনদেনের মিশ্রন থাকে এবং অবৈধ লেনদেনের মাত্রাই বেশি থাকে, তাহলে তার থেকে উপার্জিত টাকা বৈধ হবে না, কম হলে বৈধ হবে।
উল্লেখ্য, ব্যাংকের যে স্কিমে বৈধ লেনদেন হয় (কিন্তু অন্য সকল স্কিমে অবৈধ লেনদেন হয় এমতাবস্থায়) উক্ত স্কিমে চাকরি করা বৈধ হলেও তাতে চাকরি না করাই হচ্ছে অধিক সতর্কতা।
সূত্র: সুরা বাকারা : ২৭৫; সুরা আল-ইমরান : ১৩০; সহিহ মুসলিম : ২ : ২৭; রদ্দুল মুহতার : ৯ : ৭৫, ফাতাওয়া উসমানি : ৩ : ৩৯৫,৩৯৬ : ফাতাওয়া মাহমুদিয়া : ২৫ : ১৫২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন