ঋতুস্রাব চলাকালীন মাঝে একদিন বন্ধ থাকলে সেই দিনের হুকুম
প্রশ্ন: আমার মাসিক শুরু হবার পরে প্রথম ৩-৪ দিন চলে। তারপরে ৪/৫ নম্বর দিনে একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু পরে আবার ৬ষ্ঠ দিনে আবার শুরু হয়ে একদিন পরে ফাইনালি বন্ধ হয়। এমন অবস্থায়, যেদিন বন্ধ থাকে ( কিন্তু আমি জানি যে একদিন পরে আবার শুরু হবে) সেদিন কি আমি নামাজ, রোজা করতে পারব? নাকি আমাকে ৬ষ্ঠ দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে নামাজ, রোজা শুরু করতে হবে? এ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। দয়া করে উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন।
উত্তর: আপনার মাসিক চলাকালীন মাঝের যে দিনটি (৪র্থ/৫ম দিন) বন্ধ থাকে, সেদিনটিও আপনার মাসিকের অংশ হিসেবেই গণ্য হবে । কাজেই ৪র্থ/৫ম দিনে আপনি নামাজ রোজা (ও যে সকল কাজ নিষিদ্ধ) পালন করতে পারবেন না। বরং ৬ষ্ঠ দিনের পর যখন মাসিক শেষ হবে, তখন থেকে নামাজ রোজা পালন করবেন।
উল্লেখ্য, ৪র্থ/৫ম দিনে যেহেতু আপনার মাসিকের অংশ, তাই সেই দিনের নামাজও আপনার উপর আবশ্যক নয়। সুতরাং মাসিক শেষ হবার পর সেই দিনের নামাজের কোন কাজা আদায় করতে হবে না। তবে রোজার কাজা আদায় করতে হবে।
সূত্র: মুলতাকাল আবহুর : ৭৮; আলহিদায়া : ১ : ৩৩; আলবাহরুর রায়েক : ১ : ২১৬; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ৩৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন