কুরবানির পশুতে আকিকা
প্রশ্ন: কুরবানির পশুতে কি কেউ আকিকার জন্য শরিক হতে পারবে?
উত্তর: হ্যাঁ, কুরবানির গরু, মহিষ ও উটে
আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহিহ হবে।
সূত্র: হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ৪ : ১৬৬; রদ্দুল মুহতার : ৬ : ৩৬২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন