কুরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও ঋণ নিয়ে কুরবানি দেওয়ার বিধান

প্রশ্ন: যার ওপর কুরবানি ওয়াজিব নয়, তার জন্য ঋণ নিয়ে কুরবানি দেওয়ার বিধান কী???

উত্তর: এমন ব্যক্তির জন্য ঋণ নিয়ে কুরবানি দেওয়া অনুত্তম৷ তবে কেউ যদি ঋণ নিয়ে কুরবানি দিয়ে দেয়, তাহলে তা আদায় হয়ে যাবে এবং সোয়াবও পাবে।

সূত্র: ইমদাদুল ফাতাওয়া : ৩ : ৫৫৩; কিফায়াতুল মুফতি : ৮ : ২০৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান