একটি পশুতে শরিকের পরিমাণ

প্রশ্ন: একটি পশুতে কতজন শরিক হতে পারবে?

উত্তর: একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানি করলে কারোটাই সহিহ হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারবে। সাতের অধিক শরিক হলে কারো কুরবানি সহিহ হবে না।

সূত্র: সহিহ মুসলিম : ১৩১৮; মুয়াত্তা মালেক : ১ : ৩১৯; ফাতাওয়া কাজিখান : ৩ :৩৪৯; বাদায়েউস সানায়ে : ৪ : ২০৭

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান