গরু, মহিষ ও উটের অংশ
প্রশ্ন: গরু, মহিষ ও উটে কয় অংশ? কয় ভাগে কুরবানি করা যায়?
উত্তর: গরু, মহিষ ও উট সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা— যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা জায়েজ।
সুত্র: সহিহ মুসলিম : ১৩১৮; বাদায়েউস সানায়ে : ৪ : ২০৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন