ইহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে পরার বিধান
প্রশ্ন: ইহরামের কাপড় ছিঁড়ে গেলে তা সেলাই করে বা জোড়া দিয়ে পরা যাবে কি?
উত্তর: হ্যাঁ, ইহরামের কাপড় ছিঁড়ে গেলে তা সেলাই করে কিংবা জোড়া দিয়ে পরা যাবে। তবে ইহরামের কাপড় এ ধরনের সেলাই থেকেও মুক্ত হওয়া ভালো।
সূত্র: রদ্দুল মুহতার : ২ : ৪৮১; শরহু লুবাবিল মানাসিক : ৯৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন