নামাজ পড়াবস্থায় সতর খোলে গেলে...

প্রশ্ন: নামাজ পড়াবস্থায় মহিলাদের পা থেকে কাপড় সরে গেলে নামাজ হবে কি?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তিন তাসবিহ পরিমাণ সময় পায়ের এক-চতুর্থাংশ বা তার চেয়ে বেশি খোলা থাকে, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তবে যদি তিন তাসবিহ'র চেয়ে কম হয় কিংবা এক-চতুর্থাংশের চেয়ে কম অংশ খোলা থাকে, তাহলে নামাজ হয়ে যাবে।

সূত্র: সুনানে আবি দাউদ : ৪১০১; আদ্দুররুল মুখতার : ২ : ৮১; রদ্দুল মুহতার : ২ : ৮২; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুররিল মুখতার : ১ : ১৯১; আল বাহরুর রায়েক : ১ : ৪৭১; নুরুল ইজাহ : ৬৮; মারাকিল ফালাহ : ৮৯; হালাবি কাবির : ২১৩; আল হিদায়া : ১ : ৯৩; ফাতাওয়া তাতারখানিয়া : ২ : ২৩; কিতাবুল মাসায়িল : ১ : ২৭১; কিতাবুন নাওয়াজেল : ৩ : ৪১৪;

মন্তব্যসমূহ

জনপ্রিয় ফতোয়াসমূহ

গর্ভপাতের পর নামাজ

মুসাফির অবস্থায় জামাতে নামাজ এবং রাকাত সংখ্যা

দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কী করবে?

কবর খননের সুন্নত পদ্ধতি

তাহাজ্জুদ, আউয়াবিন ও অন্যান্য নফল নামাজ জামাতে পড়ার বিধান