রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করার হুকুম
প্রশ্ন: এক ব্যক্তি চোখের অসুস্থতার কারণে ড্রপ ব্যবহার করে এবং ঔষধের তিক্ততা গলায় অনুভব করে। প্রশ্ন হল, রোজা অবস্থায় এ ধরনের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে কি?
উত্তর: না, রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করার কারণে গলায় ঔষধের তিক্ততা অনুভূত হলেও রোজা নষ্ট হয় না। সুতরাং রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে। এতে কোনো সমস্যা নেই।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া : ৩ : ৩৭৯; রদ্দুল মুহতার : ২ : ৩৯৫; বাদায়েউস সানায়ে : ২ : ২৪৪; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ২০৩;
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন