অমুসলিমকে জাকাত দেওয়ার বিধান
প্রশ্ন: অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কি?
উত্তর: না, কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। অবশ্য জাকাত ছাড়া অন্যান্য সদকা যেমন, ফিতরা ইত্যাদি মুসলিম রাষ্ট্রের অমুসলিম গরীবদেরকে দেওয়া যায়। তবে উত্তম হলো- অন্য সদকাগুলোও মুসলিম গরীবদেরকেই দেওয়া।আর অমুসলিম গরীবকে সাধারণ দান করা।
সূত্র: মিশকাত শরীফ : ১৫৫; রদ্দুল মুহতার : ২ : ৩৫১; ফাতাওয়া দারুল উলূম : ৬ : ২২০ ফাতাওয়া রাহমানিয়া ২ : ৪৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন