সৎ দাদি শাশুড়ির সঙ্গে পর্দা
প্রশ্ন: সৎ দাদি শাশুড়ি (দাদা শশুরের অন্য স্ত্রী) মাহরাম নাকি গায়রে মাহরাম? তার সঙ্গে কি পর্দা রক্ষা করতে হবে?
উত্তর: সৎ দাদি শাশুড়ি মাহরামের অন্তর্ভুক্ত নন। তাই তার সাথে পর্দা রক্ষা করা আবশ্যক।
সূত্র: সুরা নিসা : ২৩; তাফসিরে কাবির : ১০ : ২৭; আননুতাফ ফিল ফাতাওয়া : ১ : ২৫৪; মাজমাউল আনহুর : ১ : ৩২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন