প্রয়োজন-অতিরিক্ত জমি থাকলে হজ ফরজ কি না
প্রশ্ন: আমার কাছে হজ করার মতো কোনো টাকা পয়সা নেই৷ তবে আমি প্রয়োজন-অতিরিক্ত অনেক জমির মালিক। জানতে চাই, আমার ওপর কি হজ ফরজ?
উত্তর: সংসারের খরচের জন্য প্রয়োজন হয় না— এমন জমি বিক্রি করলে যদি আপনার হজের খরচ হয়ে যায়, তাহলে আপনার ওপর হজ করা ফরজ। অতএব হজ করার মতো টাকা হাতে না থাকলে জমি বিক্রি করে হলেও আপনাকে হজে যেতে হবে।
সূত্র: বাদায়ে সানায়েউস : ২ : ২৯৮; ফাতাওয়া কাজিখান : ১ : ২৮২; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ২১৮; ফাতাওয়া তাতারখানিয়া : ৩ : ৪৭২৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন